সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে রস ছাড়াই গুড় তৈরী দুই লক্ষ টাকা

লালপুরে রস ছাড়াই গুড় তৈরী দুই লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে খেজুরের রস ছাড়াই গুড় তৈরী ও সংরক্ষনের অপরাধে দুই লক্ষ টাকা জরিমার আদায় করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সারে ৬ ঘটিকার দিকে এই জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যাক্তি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জমির উদ্দিন বিশ্বাস ছেলে মোস্তাক বিশ্বাস (৩৩)।

র‌্যাব-৫ এর সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ হাজার কেজি ভেজাল গুড়, পাঁচ কেজি ফিটকারী, বিশ কেজি ভেজাল ময়দা, ৩শত ১৬ টি গুড় রাখার টিন, তিন লিটার ক্ষতিকারক রং, দুইশত কেজি চিনিসহ মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়। আটক ব্যাক্তিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে দুই লক্ষ জরিমানার আদেশ দেন। পরে ভেজাল মালামার ধ্বংস করা হয়েছে এবং চিনি নিলামে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …