নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক এবং এক নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার কৈতলা এলাকার শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের শিশু সন্তান সুমাইয়া। আহতরা হলেন কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আজ সকাল দশটার দিকে যশোর থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে চুমড়ে যায়। এতে ওই প্রাইভেট কারে থাকা চার জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন শাকিল, দুই বছরের শিশু সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
