নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ

লালপুরে মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে ২০১৯ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন।

প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার ৩১ জানুয়ারি লালপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পরিক্ষা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও মুক্তিযোদ্ধা আদম আলীর বড় মেয়ে এ্যাডভোকেট আরজুমান্দ বানু পুস্প।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পাবলিক লাইব্রেরী সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস ওয়াহিদ, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা উৎসাহিত করতে এই প্রয়াস।

আরও দেখুন

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর শ্বাসরোধ করে …