রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় আ’লীগ নেতাসহ ৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

লালপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় আ’লীগ নেতাসহ ৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ীতে গুলি বর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ অভিযুক্তদের আটক করতে পারেনি। এই নিয়ে ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছে। ২৫ জানুয়ারি ভোর রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ীতে গুলি বর্ষণ করে পালিয়ে যায় দূরবৃর্ত্তরা। ওই দিন সকালে ঘটনাস্থল থেকে ৫টি গুলি খোসা উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। এছাড়া ওই দিন দুপুরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও লালপুর থানার ওসি ফজলুর রহমান সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে সাজ্জাদ হোসেন সুমন উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সহ ৫জন ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযোগকারী সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ এখন পর্যন্ত কোন অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, তদন্ত চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …