নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে মাদ্রাসার ছাত্র রুহুল আমিন মিষ্টু (১৪) কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মোহরকয়া ও বিশ্বম্ভরপুর গ্রামের জনগণ। ২য় বারের মত বৃহস্পতিবার বিকেল নাটোর জেলার লালপুর উপজেলার মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করেন।
এ সময় ইসা হক মন্ডল, জাকির মন্ডল, মাহারুল ইসলাম, এলাহি মন্ডল, আলাল মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, কুরানে হাফেজ রুহুল আমিন মিষ্টু কে মধু ভাঙ্গার নাম করে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে এসে হত্যা করা হয়েছে। তাকে চোর সন্দেহে ০৯ মার্চ ভোর রাতে অমানুষিক নির্যাতন করে আহত করে গাছের সাথে বেধে রাখা হয়। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে জরুরী চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু আসামীরা এলাকায় প্রকাশে ঘুরে বেরাচ্ছে। এই হত্যাকান্ডের সুষ্ট তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন তারা।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …