বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক ও ছাত্রলীগের নেতা সহ ৫ জন আহত, আটক-১

লালপুরে মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক ও ছাত্রলীগের নেতা সহ ৫ জন আহত, আটক-১


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি সহ ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এঘটনায় রাশেদুল নামের এক যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া এলাকায় এক মেয়ে বান্ধবীর সাথে ছেলে বন্ধুদের অপ্রিতিকর ঘটনা দেখে প্রতিবাদ করার কারণে কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম ও গোপালপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ(২২), আশিক(১৮) সাইফ (১৮)রিজভী (২৪) শান্ত(১৮) এরা মারপিটের শিকার হয়েছে।

ছাত্রলীগের ওই সাবেক সহ-সভাপতির মাথায় আঘাত পেয়ে গুরুতর অবস্থায় জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওই প্রধান শিক্ষক সহ অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ প্রধান শিক্ষক ফরিদা বেগমে ছেলে। এঘটনায় প্রধান শিক্ষক ফরিদা বেগম বাদী হয়ে নামে ৭ এবং বেনামে ৬ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজন কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …