রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক চুরি

লালপুরে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক চুরি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর এর ফলক চুরিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেনি ওই মাদ্রাসার কর্তৃপক্ষ। এছাড়া মাদ্রাসাটির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর এর ফলক উন্মোচন করা হয়েছে ২ বার। ৪নভেম্বর ২০১৮ইং সালে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর ফলক উন্মোচন করে বর্তমান সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ। এছাড়া ২৩ মে ২০২১ ইং সালে একই ভবনের ২য় বার ভিত্তিপ্রস্তর স্থাপন এর ফলক উন্মোচন করে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগীরের সাবেক নেতা সাজ্জাদ হোসেন সমুন বলেন, বর্তমান সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজদকে দিয়ে এই মাদ্রাসার একই একাডেমিক ভবনের ফলক উন্মোচক করা হয়েছিল। বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে দিয়ে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। এইটা দু:খজনক ঘটনা। এবিষয়ে মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক চাপে পড়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর ফলক উন্মোচন করা হয়েছে২বার। তিনি আরো বলেন, প্রথম বারের ভিত্তিপ্রস্তর স্থাপন এর ফলক কেবা- কাহারা চুরি করে নিয়ে গেছে তা জানানিনা এবং এ ব্যপারে থানায় জিডি করা হয়নি। এবিষয়ে সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …