নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা রমরমা ভাবে চলছে। যেন মাদকে ভাসছে এই লালপুর। ইয়বা,হিরোইন, ফেনসিডিল সহ গাঁজা হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। এসব মাদকের নেশায় জড়িয়ে পড়ছে যুব সমাজ সহ স্কুলে ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা।
দিন দিন মাদকের ভয়াল থাবায় ধংসের পথে যাচ্ছে যুব সমাজ সহ শিক্ষার্থীরা। এছাড়া মাদকের প্রধান রুট হিসেবে এই উপজেলা পরিচিতি সারা দেশে জুড়ে। লালপুর উপজেলা বিলমাড়ীয়া,মহোরকয়া,মোমিনপুর,লক্ষীপুর,তিলকপুর,নবীনগর,গৌরীপুর,কাজীপাড়া,পালিদেহা,পুরাতন ঈশ্বরদী, এয়ারপোর্ট মোড়,ভাদুর বটতলা,গোপালপুর পৌরসভা এলাকা,আব্দুলপুর,কলসনগর,ওয়ালিয়া,কদিমচিলান, মাঝগ্রাম ও লালপুর সদর সহ বিভিন্ন এলাকায় রমরমা ভাবে চলছে মাদকের ব্যবসা।
মাঝে মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চললেও স্থানীয় থানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে তেমন কোন অভিযান চোখে পড়ে না। এমনকি পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবীদের বিষয়ে কথা বলেও কোন প্রকার প্রতিকার পাওয়া যায় না বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ।