নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও বর্ষা প্লাবিত প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আবু সামা, পাট কর্মকর্তা দুর্জয় হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ১৫ টি প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …