নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে মাকড়সার জালের মত গড়ে উঠেছে অবৈধ ইটভাটা

লালপুরে মাকড়সার জালের মত গড়ে উঠেছে অবৈধ ইটভাটা


নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নাটোরের লালপুরে সরকারী নিয়ম ও আইন না মেনে যত্র-তত্র ভাবে মাকড়সার জালের মতো গড়ে উঠেছে অবৈধ ইটভাটা । এই সব ইটভাটার কারণে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ ।

এছাড়া ইটভাটার কালো ধোঁয়ায় লিচু ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হচ্ছে । ইটভাটার কালো ধোঁয়ায় স্বাশ কষ্ট ও এজমা সহ বিভিন্ন প্রকারের রোগ ছড়াচ্ছে  পরিবেশে । স্কুল, কলেজ , মেডিকেল ,থানা, লোকালয় সহ সড়কের দুই পাশে গড়ে উঠেছে এসব ইটভাটা ।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন, ইটভাটা গুলিতে  অভিযান অবহিত রয়েছে ।

আরও দেখুন

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার  নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে …