নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আসন্ন ১০ নং কদিমচিলান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো নৌকার মাঝি হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা মাষ্টার। দল থেকে আবারো তার উপর ভরসা রাখায় জননেত্রী শেখ হাসিনার ভরসার প্রতিদান দিতে তিনি ক্লান্তিহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিগত ৫ বছরে চেয়ারম্যান থাকাকালীন তিনি যেসব উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলো তুলে ধরে আগামী দিনে আরো বেশি উন্নয়নমূলক কাজ উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিদিন তিনি বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, কর্মিসভা ও পথসভা করে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। মঙ্গলবার কদিমচিলানের হাজিরহাট, দাঁইড়পাড়া, গোধড়া, চোষডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় তিনি কর্মিসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাচান আলী, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুক্তাদুর রহমান বাবু প্রমুখ।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …