নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন এর দায়ে ফারজানা ইয়াসমিন(২৮) নামের এক নারীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বালতিতা ইসলামপুর গ্রামে এই অভিযান চালানো হয়। ফারজানা ইয়াসমিন উপজেলার একই এলাকার মোস্তাক হোসেন এর স্ত্রী।
র্যাব -৫ সিপিসি -২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অপারেশনাল দল আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালতিতা ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ওবিক্রয় করার অপরাধে ফারজানাকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, লালপুর শাম্মী আক্তার এর সহিত অভিযান পরিচালনাকরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশেখাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল)মিশ্রণের অভিযোগে বিশ হাজার কেজি ভেজাল গুড়, সাত হাজার কেজি লালিগুড়, ছয়শ কেজি চিনি, ৫৭ কেজি ময়দা- ৫৭ কেজি, এক কেজি হাইড্রোজ, ৫কেজি ফ্যাব্রিক কালার, ১৫ কেজি ডালডা, ৫কেজি ফিটকিরিসহ দোকানের মালিক ফারজানা ইয়াসমিনকে আটক করে।
পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, লালপুর শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ৬০০ কেজি চিনি ও ৫৭কেজি আটা উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে জব্দ করা হয়। অন্যান্য কেমিক্যাল এবং ভেজাল গুড় তৎক্ষণাৎ ধ্বংস করা হয়।
আরও দেখুন
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …