বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ভুয়া ডিবি আটক

লালপুরে ভুয়া ডিবি আটক

নিজস্ব প্রতিবেদক,লালপুর:
নাটোরের লালপুরে সুমন মাহমুদ(৩৩) নামের এক ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই ভুয়া ডিবি উপজেলার নূরুলাপুর গ্রামের রাজ্জাক রাজাকারের ছেলে। বৃহস্পতিবার উপজেলার পুরাতন ঈশ্বরদী থেকে লালপুর থানার পুলিশ তাকে আটক করেন।

জানা যায়,মানবকল্যাণ মডেল হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই যুবক হেরোইন দিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে চাঁদার দাবি করেন এবং যৌন হয়রানির চেষ্টা করে। পরে ওই নারী চিকিৎসক বাদি হয়ে হাসপাতালের পরিচালক ও তার স্ত্রী সহ ডিবি পুলিশ পরিচয়কারী সুমনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকেও আটক করেছে পুলিশ। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …