নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ভিক্ষুক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার(২২মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ২০ জন ভিক্ষুকের প্রতিজনকে ৩টি করে ছাগল বিতরণ করা হয়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …