শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ভাউচার দেখাতে ব্যর্থ হলেই ব্যবস্থা

লালপুরে ভাউচার দেখাতে ব্যর্থ হলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর সারা দেশে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। আর এই পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদ ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন। তারই অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পেয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে লালপুর উপজেলার বনিক সমিতির সভাপতিদের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২০) লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন, লালপুর বাজার বনিক সমিতির সভাপতি অ.স.ম মাহমুদুল হক মুকুল, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধিগণ। সভায় লালপুর উপজেলার প্রতিটি হাট বাজারে পিয়াজসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে সকালের প্রতি আহ্বান জানানো হয়।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার জানান, উপজেলার বাজার গুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একজন ক্রেতা ৩ কেজির বেশী পেয়াজ ক্রয় করতে পারবে না। খুরচা ও পাইকারী ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে হবে। ভাউচার দেখাতে ব্যর্থ হলেই ব্যবস্থা, ক্রেতা অভিযোগ করলেই ব্যবস্থা। যে কেউ পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …