সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ

লালপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর
বুধবার (১৬অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯অর্থ বছরে বৃদ্ধিকৃত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতাভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বহি বিতরণ অনুষ্ঠানে বয়স্কদের, বিধবাদের এবং প্রতিবন্ধীদের মোট ২৭০ জনকে বহি বিতরণ করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে বহি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, জেলা তাতীঁলীগের সাংগাঠনিক সম্পাদক ও গোপালপুর ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল হোসন রিপন, জেলা তাতীঁলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *