রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ব্যারিস্টার আশিক হোসেনের মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধন 

লালপুরে ব্যারিস্টার আশিক হোসেনের মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) :

নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ব্যারিস্টার মোঃ আশিক হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর ) বিকেলে লালপুর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পার্টি অফিসের সামনে এ মানব বন্ধন করেন নেতা কর্মীরা।

এসময় লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ বাবু তার বক্তব্য বলেন আমাকে মনোনয়ন না দিয়ে যে ব্যক্তির কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার লালপুর-বাগাতিপাড়ায় উপজেলায় কোন সদস্য পদও নেই।  আমাদের সকল নেতাকর্মীদের মতামতের বিপক্ষে সদ্য যোগদান করা একজনকে দলীয়  মনোনয়নপত্র দেয়া হয়েছে। আমরা লালপুর বাগাতিপাড়া সকল নেতাকর্মীরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার মনোনয়নপত্র বাতিল করে পুনরায় সঠিক  নেতৃত্বের হাতে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ হোসেন , সাধারণ সম্পাদক আকতার হোসেন , লালপুর সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম,  বিলমাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেন্টু প্রামাণিক প্রমুখ। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …