নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপির মহারাজপুর গ্রামে রনুর মোড় নামক স্থানে দুই ব্যবসায়ীর মাঝে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মারপিটের অভিযোগ পাওয়া গিয়েছে।
বুধবার (১৮ মে)লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারপিঠে আহত উপজেলার মহারাজপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আশরাফুল (২৫) জানান সকাল সাড়ে ১০ টার দিকে রনুর মোড়ে ভুষি মালের দোকানে প্রতিদিনের ন্যায় দোকানে যায়। এ সময় সেখানে উপস্থিত হয়ে দেখি দোকানে সাটারের সাথে তালার উপর তালা মারা হয়েছে।
এবিষয়ে পূর্বের ব্যবসায়ী পাটনার একই গ্রামের নবীর কোম্পানির ছেলে সবার আলী (৩০)কে টাকা ও ঘরে তালা মারার বিষয়ে জানতে চাইলে, হঠাৎ আমাকে সাবার ইট দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে রক্তাক্ত আহত করে। স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুজ্জামান জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …