বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল

লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল

 নিজস্ব প্রতিবেদক:  

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন লালপুরের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকশত  শিক্ষার্থীসহ সাধারণ জনতা। 

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে প্রথমে উপজেলার বিলমাড়িয়া বাজারে তারা সমবেত হয়। পরে মিছিল নিয়ে বিলমাড়িয়া টু লালপুর সড়কের লালপুরের দিকে অগ্রসর হতে থাকে এবং মোমিনপুর  ঝাপরা-বটতলাই এসে শেষ হয়।  এসময়ে শিক্ষার্থী ও জনতা তাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। 

এদিকে রামকৃষ্ণপুর চিনি-বটতলা এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ বলেন,  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

পরিতোষ অধিকারী 

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …