নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার গোপালপুর বাজারে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার সয়াবিন তেলের পাচঁ ও দুই লিটার বোতলে নির্ধারিত মূল্যের (এম আর পি) চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ওই ২ প্রতিষ্ঠানকে আথিক জরিমানা করেন।
অভিযানে গোপালপুর বাজারের মেসার্স লক্ষী ভান্ডার ও অমল কুন্ডু স্টোরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় লালপুর থানার এএস আই সেরাফত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোন পন্য নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত টাকা আদায় করলে ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বেশি দামে পণ্য না বিক্রি করতে সর্তক করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …