নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

লালপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরে লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন এর চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহামুদ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সদস্য সচিব এসকেন্দার হাওলাদার, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হারুন-উর রশিদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ।

এছাড়া নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের, লালপুর থানার ওসি সেলিম রেজা সহ শিক্ষক ও শিক্ষাথীরা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এই পুরুস্কার প্রদান করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …