রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তেকাল

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭১) আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি মহোরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত করিম দফাদেরর ছেলে । মৃত্যুকালে স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন তিনি। মঙ্গলবার মাগরিবের নামাজ এর পরে বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মোহরকয়া কবর স্থানে তারঁ মরাদেহ দাফন সর্ম্পূণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু , সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …