নিজস্ব প্রতিবেদক লালপুর :
নাটোরের লালপুর বীর মুক্তিযোদ্ধা ও লালপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার ইত্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি — রাজিউন)। সোমবার বাদ আসর রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবর স্থানে তার দাফন সর্ম্পূণ করা হয় । তিনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে মৃত্যুবরণ করেন । উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মহাসিন সরকারে পুত্র আব্দুল মান্নান সরকার । সে স্ত্রী ও ৪ পুত্রসহ ৩ মেয়ে সন্তান রেখে গেছেন । তার মৃত্যুতে নাটোর-১ (লালপুর-বাগাগিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ নাটোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী গভির শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার রুহের মাগফিরাত কামনা করেন ।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …