শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউনুস আলীর সন্তান ইলিয়াসকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার(৩১শে জুলাই-২৩)অভিযোগটি দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন, মেরাজ আলী(৪০), পিতা মৃত চাঁদ মিয়া, সাং গোপালপুর (খাঁপাড়া), বিচ্ছাদ আলী(৫০), পিতা মৃত হাবিবুর রহমান ও বাবু ইসলাম (৩০), পিতা আব্দুর রউফ, উভয় সাং নগরকয়া, সর্ব থানা লালপুর, জেলা নাটোর।

মঙ্গলবার(১লা আগষ্ট-২৩)লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাদী ইলিয়াস হোসেন বলেন,বিবাদীগণ আমার খালাতো ভাই,মামা ও মামাতো ভাই। তাদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের চলছিল।এরই ধারাবাহিকতায় আমি ভেলাবাড়ী মাজার কমিটির সদস্য হওয়ায় ঘটনার দিন ৩০/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ১১:০০ টার সময় ভেলাবাড়ী মাজারের হিসাব বহি নিয়া লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত মাজারের হিসাব প্রদান করা সহ বিভিন্ন আলোচনা শেষ করে একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ টার সময় আমি উপজেলা হইতে আমার কাজ শেষ করিয়া পায়ে হেটে উপজেলার গেট অতিক্রম করিলে পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদীগণ কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়া আসিয়া অতর্কিতভাবে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়া আমাকে এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার সমস্ত শরীরে কালোশিরা ও ফোলা জখম করে। তখন আমি ডাক-চিৎকার করিলে আশেপাশের অনেকে আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তারপর উপস্থিত লোকজনের সহায়তায় অটোভ্যান যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসিয়া চিকিৎসার জন্য ভর্তি হই। অতঃপর পরের দিন লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে বিবাদীগনরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাই নি।

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …