সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বিষপানে এক বৃদ্ধর আত্মহত্যা

লালপুরে বিষপানে এক বৃদ্ধর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বিষপান করে জলিল খামারু (৮০) নামের এক বৃদ্ধ বক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সে ওই গ্রামের মৃত রহিম খামারুর ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে জলিল খামারু পরিবারের কলহের জের ধরে সে বিষপান করে আহত হয়। তার পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। যাবার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এবিয়ষে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এনে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …