নিজস্ব প্রতিবেদক, লালপুর:
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল বিলমাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে বিলমাড়ীয়া ইউনিয়ন সহ ৯ টি ওয়ার্ডের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এবং ইউনিয়ন সহ ৯ টি ওয়ার্ডের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয় রফিকুল ইসলামকে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি স্থগিত রাখা হয়।
বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহারুল ইসলাম খুরুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ। সন্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …