নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৭জুলাই) সকালে উপজেলা স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রকল্পের সহায়তা এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩২লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই আসবাবপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, প্রোকৌশলী জুলফিকার আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমগীরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্র: শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শাদ আহম্মেদ শিবলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, আসবাবপত্র বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলজ, ঔষধী সহ বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …