সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন বকুল এমপি

লালপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন বকুল এমপি

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন লালপুর, বাগাতি পাড়া(এমপি) নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃশহিদুল ইসলাম বকুল। শনিবার সকালে উপজেলার চংধূপইল ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এমপি বকুল।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি শহিদুল ইসলাম বকুল। তিনি উৎসবে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে বলেন, যেকোন সমস্যা হলে সাথে সাথে তাকে জানাবেন এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বকুল আরও বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী ও আওয়ামী লীগ, ছাএলীগ, যুবলীগ, তাঁতীলীগসহ বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরম (আসাফো)’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …