নিজস্ব প্রতিবেদক, লালপুর:
চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের লালপুরে কৃষি সম্প্রসার অধিদপ্তর এর আয়োজনে ৩ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সরকারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভূট্টা, গম, সরিষা, মসুর, খেসারি, মুগ ডাউল ও পিয়াঁজ বীজ সহ কীটনাশক সার দেওয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে এগারোটর দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম প্রমুখ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …