নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বিনামূল্যে পেয়াজ ও রোপা আমন ধানের বীজ সহ সার পেল ৭শ জন কৃষক। এছাড়া মোবাইল এপসের মাধ্যমে ২৮শ টাকা করে পেল ৭০ জন কৃষক।
আজ বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর/কাবিটা প্রকল্প থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৬লাখ ৫০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …