নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে বিদেশ ফেরত দুইজনের মধ্যে নভেল করোনা ভাইরাস উপকরন দেখা দিয়েছে বলে ধারণা করছে চিকিৎসকরা । এরা উপজেলার ধরবিলা গ্রামের তাহাজাত আলীর পুত্র রবিউল আওয়াল , ওয়ালিয়া ( মন্ডল পাড়া ) গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র শুকুর আলী ।
জানান যায়, কয়েক দিন আগে রবিউল আওয়াল ভারত থেকে পালিয়ে হিলি সিমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে । পরে তার নিজ এলাকা লালপুর উপজেলার ধরবিলা গ্রামে আসে, শরীল অসুস্থ হলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য আসে । কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অবস্থা দেখে বলেন আপনারা করোনা ভাইরাস হয়েছে । কর্তব্যরত চিকিৎসক তাকে আরো বলেন আপনি আপনার নিজস্ব বাড়ীর বাহীরে যাবেননা বলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন । অপর দিকে শুকুর আলী ও কয়েক দিন আগে দুবাই থেকে বাংলাদেশে এসে তার নিজ বাড়ী লালপুরের ওয়ালিয়া ( মন্ডলপাড়া) গ্রামে আসে ।
পরে স্থানীয় একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বলেন আপনার করোনা ভাইরাস এর উপকরন দেখা দিয়েছে । আপনি আপনার নিজস্ব বাড়ীর বাহীরে যাবেননা । এবিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুর রাজ্জাক বলেন, রবিউল আউয়াল কে ১৪ দিনের জন্য বাড়ীতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …