শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বিদেশি মদ সহ এক নারী আটক

লালপুরে বিদেশি মদ সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ৬৩ বোতল বিদেশী মদ ও ১৫ বোতল ফেনসিডিল সহ গিতা রানী দেব (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মধুবাড়ি মহল্লায় লালপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার ছেলে শ্রী সুব্রত কুমার দেব(২২) পালিয়ে গেছে বলে জানা গেছে। আটককৃত নারী ওই মহল্লার শ্রী সত্যেন দেবের স্ত্রী।

এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …