রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল-সমাবেশ করলেন লেঃ কর্ণেল রমজান

লালপুরে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল-সমাবেশ করলেন লেঃ কর্ণেল রমজান

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরের লালপুরে সারাদিন ব্যাপী মিছিল ও শান্তি সমাবেশ করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

শনিবার(২৮শে অক্টোবর-২৩)সকাল থেকেই লালপুর উপজেলার দুড়দুড়িয়া,ভেল্লাবাড়িয়া,বিলমাড়িয়া,মাধবপুর,মোমিনপুর সহ বিভিন্ন সড়কের প্রধান প্রধান মোড়ে বিএনপি- জামায়াতের দেশ ব্যাপী সন্ত্রাসী,নৈরাজ্য ও অযৌক্তিক তত্বাবধায়ক সরকার দাবীর প্রতিবাদে মিছিল করে সন্ধ্যার আগমুহূর্তে লালপুরের চিনির বটতলা নামক স্থানে মিলিত হয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তার বক্তব্যে বলেন,দেশ ব্যাপী বিএনপি-জামায়াত সহ একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে।বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।

তাই জমায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও নৌকায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।   

তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না।এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …