নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা সহ দোয়া মাহফিল এর মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর গ্রামে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর বাস ভবন চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।
এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল আলম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর যুবদল আহ্বায়ক আব্দুল বারী বাবলা প্রমুখ। অনুষ্ঠান শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …