নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, লালপুরে বিএনপির এক নেতাকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। ফলে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে এই রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে উপজেলার লালপুর ত্রীমোহিনী চত্বরে সড়ক অবরোধ করেন তারা। এসময় রাস্তার উভয় দিকে কাঠের বেঞ্চে ফেলে ত্রিমোহিনী চত্বরে রাস্তার ওপর টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেন। এসময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে এই রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়। আটককৃত বিএনপির ওই নেতার নাম খোকন (৫০)। তিনি লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তার দুই ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২) কে আটক করা হয়েছে। বিএনপি নেতা খোকনের স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাদের বাড়ি ঘিরে ঘরে ঢুকে তার স্বামীসহ ২সন্তানকে ব্যাপক মারধর করে বিনা কারণে তুলে নিয়ে যায়। আমি আমরা স্বামীসহ ২ সন্তানের নিঃশর্তে মুক্তি চাই । এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে। এবিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানকে একাধিকবার তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
