নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে বাড়ির সামনে মুদির দোকানদারকে কুপিয়ে হত্যা

লালপুরে বাড়ির সামনে মুদির দোকানদারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,, নাটোরের লালপুরে বাড়ির সামনে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বামনগ্রামের এবাদ মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ১৩ ডিসেম্বর রাত অনুমান ১১টার সময় লালপুরের এবি ইউনিয়নের সাইফুল ইসলাম বামুনগ্রাম বাজারে নিজ মুদির দোকান হতে বাড়ি ফিরছিলেন। পরে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …