নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) উম্মুল বানীন দ্যুতি। রোববার ( ২৯ সেপ্টেম্বর) বিকেলে বিলমাড়ীয়া ইউনিয়নের দিয়াশঙ্করপুর, নওসারা সুলতানপুর চাকলাবিনোদপুর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ইউপি সদস্য আনিসুর রহমান, আহাদ আলী, মোমিনুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আযম আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুল হক। উল্লেখ গত ৫/৭ দিন প্মায় পানি বৃদ্ধিতে দিয়ারঙ্করপুর, নওসারাসুলতানপুর, চাকলাবিনোদপুর, রসুলপুর, আরাজি বাকনাই, বাকনাই, বন্দোবস্তগোবিন্দপুর, মোহরকয়া আংশিক, লালপুর চর সহ শত শত একর পুইশাক, কলা, লাউ, মুলা, বেগুন, পিয়াজ, পটল, শিম পানিতে ডুবে গেছে। প্রায় ৫ শ পরিবার পানি বন্দী রয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …