নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার লালপুর ও দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকার পানিবন্দী ৩৫০ টি পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) সকালে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের সভাপতিত্বে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
এছাড়া দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০টি পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু , দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমূখ।