সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

লালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলার সাবেক মহিলা বিষয়ক সম্পাদীকা আছিয়া জয়নুল বেনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসফাকুল ইসলাম রিমন,লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় দুড়দুড়িয়া ইউনিয়ন একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে লালপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …