নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বই উৎসব পালিত

লালপুরে বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রকোনুল ইসলাম, প্রধান শিক্ষক গাওছুল আজম প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …