নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে দূরন্ত পথিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বকুল, আওয়ামী লীগ নেতা এস, এম আনিসুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী রোকুনল ইসলাম লুলু প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দল ২ গোলে বিজয়ী হয়। অন্যদিকে আত্রাই ফুটবল একাদশ শূন্য গোলে মাঠ ছাড়েন । এই টুর্নামেন্টে ৮টি ফুটবল দল অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …