নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ওয়ালিয়া সবুজ সংঘ ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে দয়রামপুর একতা ফুটবল একাদশ কে হারিয়ে গুরুদাসপুর ভোরের ডাক ফুটবল একাদশ জয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন নাটোর—১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন,লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় প্রমুখ।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …