সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে প্রার্থীদের পদচারণায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া 

লালপুরে প্রার্থীদের পদচারণায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নাটোরের লালপুরে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় জমে উঠেছে  নির্বাচনী হাওয়া। প্রচার- প্রচারণায় ও বিভিন্ন প্রতীকের পোষ্টালে ছেয়ে গেছে বাজার এলাকা সহ বিভিন্ন এলাকার মোড় গুলো।

এছাড়া এলাকার উন্নয়ন মূলক কাজ সহ মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ার কথা বলে গণসংযোগ  ও উঠান বৈঠকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান পদ প্রার্থীরা। আর সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন ভোটারা । এছাড়া যানবহনে চাঁদা আদায় যে করাবেন না এবং মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলার চেষ্টা করবেন এমন 

প্রার্থীকে ভোট দিবেন বলে জানান ভোটারা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। তারা হলো, নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী(আনারস),উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর ( কাপ-পিরিচ) , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় ( ঘোড়া),বিশিষ্ট ব্যবসায়ী হাসেম আলী ডিলার (মোটরসাইকেল) ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ (কই মাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …