নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, পেঁয়াজ বীজ ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, পেঁয়াজ বীজ ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ করেন নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। একই সময় একটি কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …