সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পৌরসভা নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর জামানত বাতিল

লালপুরে পৌরসভা নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর জামানত বাতিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতীকে ১১ শ ২৩ ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানান নারিকেল গাছ প্রতীকে ১ শ ৮৫ ভোট পেয়ে জামানত বাতিল করেছে নির্বাচন অফিস।

নির্বাচন আফিস সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫শ ৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৬শ ৫৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৮ হাজার ৮শ ৮১ জন। ১৬ জানুয়ারী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ১১ ভোট ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩শ৩০টি, প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১৩ হাজার ৩শ৪১ টি ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদান করেছেন । একজন প্রার্থী মোট ভোটের মধ্যে ৮ ভাগ ভোট পেতে হবে।

নির্বাচনের বিধি অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতীকে ১১শ ২৩ ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতীক নিয়ে ১শ ৮৫ ভোট পেয়েছে। বিধি অনুযায়ী তারা দুই জন মেয়র প্রার্থী মোট ভোটের মধ্যে ৮ ভাগের চেয়ে কম ভোট পেয়েছে। এজন্য বিধি অনুযায়ী নির্বাচন অফিস তাদের দুই জনের জমাকৃত জামানত বাতিল করেছেন।

লালপুর উপজেলা নির্বাচন অফিসার সিহাব বিন শাহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …