রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখি

লালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
১৬ জানুয়ারী ২য় ধাপে পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌসভায় মেয়র পদে ভোট যুদ্ধ হবে ত্রি-মুখি। গোপালপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন মেয়র পদপ্রার্থী ভোটের মাঠে ভোট যুদ্ধে নেমেছে।

এরা হলো আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা (নৌকা প্রতীক), বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচি (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমল (রেল ইঞ্জিন প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান (নারিকেল গাছ প্রতীক) নিয়ে ভোটের মাঠে ভোট যুদ্ধে নেমেছে।

সরেজমিনে ভোটের মাঠ ঘুরে দেখা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ ৪ জন মেয়র পদে ভোটের মাঠে যুদ্ধে নেমেছে। আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে ভোট যুদ্ধে নেমেছে। তাঁর পক্ষে উপজেলা ও গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাঠে প্রচার-প্রচারণা,গণসংযোগ ও পথসভা সহ ভোটদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। নৌকা প্রতীককে ভোটের মাধ্যমে বিজয়ী করে মেয়র পদটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দিবেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ আশা প্রকাশ করেন।

অন্যদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচির ধানের শীষ প্রতীককের পক্ষে ভোটের মাঠে প্রচার- প্রচারণা ও ভোটারদের নিকট ভোট চাওয়ার জন্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামাতে ব্যর্থ হচ্ছেন তিনি। এছাড়া বিএনপির মধ্যে দলীয় কোন্দল দেখা দিয়েছে। গোপালপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলামকে আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে তার পক্ষের নেতা-কর্মীদের নির্বাচনীয় মাঠে সক্রিয় ভাবে দেখা যাচ্ছেনা। এতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার বিষয়টি বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন নিয়ে ভোটের মাঠে যুদ্ধে নেমেছেন। সে গোপালপুর পৌরসভার তিন বারের সাবেক মেয়র। তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুধীজনদের নিয়ে ভোটের মাঠে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। নির্বাচনের মাঠে তাঁর অবস্থা অনেক ভালো।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোটের মাঠে যুদ্ধে নেমেছেন। সে একজন চায়ের দোকানদার, তিনি তার কর্মীদের নিয়ে ভোটের মাঠে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন ।

এবিষয়ে ভোটাররা জানান, পৌরসভা এলাকায় চায়ের দোকান, সেলুন ও আজিমনগর রেলওয়ে স্টেশন সহ বাজার এলাকায় ভোটারদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে। এবারে পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী থাকলেও ভোট যুদ্ধু হবে আওয়ামী লীগ মনোনীত রোকসানা মোর্ত্তজা লিলির নৌকা প্রতীক অথবা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচির সাথে স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমলের রেল ইঞ্জিন প্রতীকের প্রতিদন্দ্বী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন ।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …