নিজস্ব প্রতিবেদক,সিংড়া:১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় মেয়র প্রার্থীকে নৌকা প্রতীককে ভোটের মাধ্যমে বিজয় করার লক্ষ্যে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও গনসংযোগ করেছে পৌর আওয়ামীলীগ । বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার টেম্পু স্ট্যান্ড চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ । এসময় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা গোলাম মোর্ত্তজা বাবু, উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, আওয়ামীলীগের নেতা আঃ সাত্তার হিরু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ । সমাবেশ শেষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর গোপালপুর কড়ইতলা নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয় । পরে বাজার এলাকায় নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান জানিয়ে ভোটারদের মাঝে গণসংযোগ ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয় ।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …