সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পৃথক ভাবে শহীদ মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদত বার্ষিকী পালন

লালপুরে পৃথক ভাবে শহীদ মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে  পৃথক পৃথক ভাবে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছ। শনিবার সকালে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ এ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরে পারিবারিক কবর স্থানে শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

৩ ভাগে বিভক্ত হয়ে এই সব কর্মসূচী পালন করা হয়েছে। প্রথমে সাবেক সংসদ সদস্য এ্র্যাডভোকেট আবুল কালাম, ২য় দফায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী নেতা কর্মীদের এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, ৩য় দফায় এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি,  গোপালপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের, শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর  প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …