রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে পুলিশের অভিযানে ইমু প্রতারণা চক্রের আটক -৬

লালপুরে পুলিশের অভিযানে ইমু প্রতারণা চক্রের আটক -৬

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পুলিশের অভিযানে ইমো হ্যাকার প্রতারণা চক্রের ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের বারান্দা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর গ্রামের শুকচাঁদ মিয়ার ছেলে মাজেদুল ইসলাম (২৪), বানিয়াপাড়া গ্রামের শাহাদুল ইসলামের ছেলে জিসান আহম্মেদ (১৬), লালপুরের রামপাড়া গ্রামের মানিক উদ্দিনের ছেলে সোহাগ আলী (১৯), নওপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে সামিরুল ইসলাম ওরফে সামী (২১), হুরমত আলীর ছেলে  সেলিম রেজা (২১) এবং বিলমাড়িয়া গ্রামের আনারুলের ছেলে শান্ত (২২) কে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ৭ টি এন্ড্রয়েড মোবাইল, ১২ টি সীমকার্ড, নগদ দুই হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়েছে ।

এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮ (৪)/৮ (৫) (ক) ধারায়  মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …