নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়েনের রাকসা গ্রামে
পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি লুটপাট সহ স্ত্রীকে শ্রীলতাহানির অভিযোগে স্বামী বিচারের
দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে দুই টায় সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্য পাঠ করেন মোহাম্মদ পারভেজ হোসেন জানান। তিনি সামনে উপবিষ্ট প্রিয় কলম সৈনিক
ভাইদের আবেগে আপ্লুত হয়ে জানান। গত ০৭/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.০০ টার সময়
আমি রাকসা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করা কালে একয় ইউনিয়নের ১। মোঃ আশাদুল ইসলাম
(৩৪) ২। মোঃ স্বপন আলী (৩৬) ৩। মোঃ সবুজ হোসেন (২৭) ৪। মোঃ রাকিব হোসেন (৩৫) ৫।
মোঃ তোহা হোসেন (২৮) ৬। মোঃ মাসুম হোসেন (২৮) আমার নিকট আসিয়া আমার নিকট
হইতে চাঁদা হিসাবে ৫০,০০০/- টাকা দাবী করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হইলে। একই
তারিখ সন্ধ্যায় আসিবে বলিয়া চলে যায়। হঠাৎ রাত অনুমান ১২.৩০ টার সময় বে-আইনী জনতায়
দলবদ্ধ হইয়া হাতে পিস্তল, রামদা ও বাঁশের লাঠি নিয়া আমার বসতবাড়ীতে আসিয়া আমার নিকট
হইতে ১,০০,০০০/- টাকা চাঁদা হিসাবে দাবী করে। আমি বিবাদীদের উক্ত টাকা প্রদানে
অস্বীকার করিলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমার স্ত্রী মোছাঃ
শাহনাজ বেগম (২৬) আগাইয়া আসিয়া তাকেও গালিগালাজ করিতে থাকে । নিষেধ করিলে
তাহাদের নিকট থাকা বাশের লাঠি দিয়া এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার সমস্ত শরীরে
ছিলাফোলা ও কালোশিরা জখম করে। তখন আমর স্ত্রী বিবাদীদের বাধা দিতে গেলে বিবাদীগণ
আমার স্ত্রীর পরণে থাকা সালোয়ার টানা-হেচড়া করিয়া আমার স্ত্রীর শ্লীনতাহানী করে। মারপিট
করা কালে ১নং বিবাদী আমার ঘরে থাকা সুজুকি জিকছার ১৫৫ সিসি মোটর সাইকেল, ঘরের
আলমারীর ড্রয়েরে রাখা নগদ ১৬,০০০/- টাকা একটি রুপার ব্যাচলেট স্ত্রীর গলায় থাকা একটি
স্বর্ণের চেইন জোর প‚র্বক নিয়া নেয়। তখন আমার ও আমার স্ত্রীর চিৎকারে আসে পাশের পড়শীরা
আস্তে থাকলে আমাকে ও আমার স্ত্রীকে। বিভিন্ন ভয়ভীতি ও এই ঘটনার কথা কেউ যেনো জানতে
না পারে বলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। চলিয়া যায়। আমি পরদিন থানায় অভিযোগ দিলে
।ঘটনার দশ দিন পর আমাকে লালপুর থানার এসআই আব্দুল আলীম আমার বাইক উদ্দার করলেও আজ
আঠারো দিন অতিবাহিত হবার পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় এখন পর্যন্ত মামলা এজাহারে
করেনি। বিষয়টি সাধারন জনগণের কাছে এত বড় একটা ঘটনার পর ও অভিযুক্তরা দাপটের সঙ্গে
ঘুরে বেড়াচ্ছে। এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব নাছিম আহমেদ জানান ।
আমি তখন ঐ তো বলেছিলাম ঠিক আছে আমি কথা বলছি মামলা হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি লুটপাট সহ স্ত্রীকে শ্রীলতাহানির অভিযোগে বিচারেরদাবিতে স্বামীর সংবাদ সম্মেলন ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …